হোম > সারা দেশ > চট্টগ্রাম

অসহায় ভ্যানচালক পেলেন নতুন ঘর উপহার

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ভ্যানচালক আবদুল মমিনকে নতুন টিনশেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। শুক্রবার সংগঠনটির আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সাতঘড়িয়া গ্রামের অসহায় পরিবারটি ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত করেন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি এবং চিওড়া আজগরিয়া ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পাঁচরা জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ সুমন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা আবুল হাশেম, সদস্য আবদুল মমিন, জসিম উদ্দিন হাসান, মোহাম্মদ মামুন, গ্রামবাসীর মধ্যে হাফেজ মো. জাকারিয়া, মোজাম্মেল হোসেন সোহাগ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

নতুন ঘর উপহার পেয়ে ভ্যানচালক আবদুল মমিন বলেন, ভ্যান চালিয়ে কোনোরকম জীবিকা নির্বাহ করে সংসার চলছিল। দীর্ঘদিন টাকার অভাবে জরাজীর্ণ ঘরে বসবাস করছিলাম। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ঘর উপহার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় ও দেশ-বিদেশে থাকা মানবিক ব্যক্তিসহ স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি অসহায় ভ্যানচালক আবদুল মমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিদের সহায়তায় নতুন টিনশেড ঘর উপহার দিতে সক্ষম হয়েছি। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারকে আরও পাঁচটি নতুন ঘর উপহার দেয়া হয়েছে। প্রবাসীদের দেয়া অনুদান উপযুক্ত জায়গায় পৌঁছে দিতে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ক্যারিয়ার ভাবনা’

শীতের আগমনে পর্যটকে মুখরিত কক্সবাজার

একই দিনে নির্বাচন ও গণভোট জনগণ মেনে নেবে না: এটিএম আজহার

নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের

নির্বাচিত হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব: হাফিজুর রহমান

গরুর দালাল থেকে মন্ত্রী, অতঃপর হাজার কোটি টাকার মালিক

শ্রীপুরে পাঁচ শতাধিক গারো জনগোষ্ঠীর বিএনপিতে যোগদান

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

উখিয়ায় অফিস-দোকানে নেই অগ্নিনির্বাপণ সরঞ্জাম, বিপর্যয়ের আশঙ্কা

জনগণের রায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠিত হবে