হোম > সারা দেশ > সিলেট

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে হবে: মুক্তাদির

সিলেট ব্যুরো

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেকার তরুণ ও যুব-প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগরের লালবাজার ও জেল রোড এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ-কালে তিনি একথা বলেন।

তিনি বলেন- সিলেটের হাওর-খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেতো একসময়। কালের পরিবর্তনে সেটি হারিয়ে গেছে। দেশি মাছ তো নেই বললেই চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে মাছ এনে সিলেটের চাহিদা পূরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে সিলেটের বেকার তরুণ ও যুবকদের কাজে লাগানোর অপার সম্ভাবনা রয়েছে। আধুনিক ও নতুন পদ্ধতিতে সিলেটে মাছ চাষ করে স্থানীয় চাহিদা পূরণ করা হবে। এতে করে মাছের চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বেকারত্ব দূর হবে।

তিনি আরও বলেন, সিলেটে প্রতিদিন ১২ লক্ষ ডিমের চাহিদা রয়েছে। কিন্তু স্থানীয়ভাবে মাত্র ২ লাখ ডিম উৎপাদন হয়। প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম বাহির থেকে আনা হয়। জনগণের রায় নিয়ে সরকারে যাওয়ার সুযোগ পেলে তরুণ-যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ডিমের এই ঘাটতি স্থানীয়ভাবে পূরণ করা হবে ইনশাআল্লাহ।

কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এদিকে, রোববার সকালে মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির। কলেজের অধ্যক্ষ আবিদুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সুহেলের পরিচালনা নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য কলেজ পরিচালনা কমিটির সদস্য গোলজার হোসাইন চৌধুরী, দেওয়ান আছকির আলী, অধ্যাপক পার্থ সারথি নাথ।

গুরুতর অসুস্থ পাহাড়ি নারীকে হেলিকপ্টারে করে সিএমএইচে নিল সেনাবাহিনী

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান

৭০০ টাকার হাঁস, ৩০০ টাকা চাঁদা দাবি ছাত্রদল নেতার

জেএসডি নেতা-কর্মীদের ওপর হামলা, পাল্টা অভিযোগ বিএনপির

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিব!

নোয়াখালীতে বরকত উল্লাহ বুলুর নির্বাচনি সভায় হামলা

শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা

সাদুল্লাপুরে যুবদলের ২ জন বহিষ্কার, একজনকে শোকজ

মেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা