সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, যারা মনে করেন আমি ১৭ বছর নির্যাতিত ছিলাম। তাদের মনে করিয়ে দিতে চাই, আওয়ামী সরকারের আমলে আমার চাইতে বেশি নির্যাতিত খালেদা জিয়া ও তার পরিবার। তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকেকে হারিয়েছেন এবং বড় ছেলে তারেক রহমান মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন।
শুক্রবার সন্ধ্যায় মদনে পাবলিক হল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় কর্মীদের উদ্দেশ্য বাবর বলেন, আমরা যদি তারেক রহমানকে প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চাই, আমাদের উন্নয়নের রাজনীতি করতে হবে এবং দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শহীদ জিয়ার আদর্শকে ভিতরে লালন করে রাজনীতি করতে হবে। তবেই দেশ ও জাতি উপকৃত হবে।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছিলেন।