দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড় হাতিশাল গ্রামে মায়ের মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মেয়েও। এই মর্মস্পর্শী ঘটনাটি গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিশাল গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী কুরছিয়া বেগম বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বেহুলা খাতুন দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুর সংবাদ শুনে তিনি শোকে কাতর হয়ে পড়েন। বিকালে মায়ের লাশ সুরতহাল শেষে বাড়িতে পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে বেহুলারও মৃত্যু হয়।
হাতিশাল গ্রামের ইউপি সদস্য জয়নাল আবেদীন আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মা মেয়ের একই দিনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।