হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপু‌রে চরের মাটি কাটছে প্রভাবশালীরা: ইমামকে হত্যার হুমকি

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুর সদর উপ‌জেলার মহিষের চর পাকা মসজিদ এলাকার আড়িয়াল খাঁ ন‌দের চরের মাটি কাটা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষ‌য়ে প্রতিবাদ করায় স্থানীয় মসজিদের ইমাম এবং সমাজসেবক মাওলানা মো. আলমগীর শিকদারকে হত‌্যার হুম‌কি দেয় প্রভাবশালী এক‌টি মহল।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ম‌হি‌ষেরচর এলাকায় আড়িয়াল খাঁ ন‌দের চ‌রের মা‌টি কাট‌ছে ইলিয়াস নামে এক ব্যক্তি। সরকারি এসব চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেন তি‌নি। স্থানীয় ভূমিদস্যু হিসেবে পরিচিত তিনি। চরের মাটি বিক্রির এ ঘটনায় স্থানীয়রা শনিবার সকালে প্রতিবাদ সভায় জড়ো হন।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত ইলিয়াস সভায় উপস্থিত না হয়ে স্থানীয় মসজিদের ইমাম এবং সমাজসেবক মাওলানা মো. আলমগীর শিকদারকে ভয় দেখাতে থাকেন।

স্থানীয়রা ব‌লেন, ইলিয়াস প্রকাশ্যে হুমকি দিয়ে মন্তব্য করেন, 'তোর হুজুর খাইয়ালাম, চোখ উঠায়া ফেলমু'। এরপর গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় জনগণের ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ইমাম যিনি সমাজে ন্যায় এবং সচেতনতার বার্তা দিয়ে থাকেন, তাঁকে এভাবে হুমকি দেয়া একেবারেই ন্যায্য নয়। তারা অবিলম্বে এই চরখেকু ইলিয়াসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে মহিষেরচর পাকা মসজিদ এলাকায় চরের মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ব‌্যাপা‌রে অভিযুক্ত ইলিয়াছ‌কে এলাকায় পাওয়া যায়নি। মোবাইলও বন্ধ পাওয়া গে‌ছে।

সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ওয়া‌দিয়া শাবাব ব‌লেন, বিষয়‌টি জে‌নে‌ছি। খুব দ্রুতই ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হ‌বে।

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

‘ডিসি-ইউএনওরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন’

গ্রাহকের নামে মামলা ও প্রিপেইড মিটার প্রত্যাহারের আল্টিমেটাম

প্যারাবন ধ্বংস ক‌রে মা‌টি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ সিইউএফএলএ সার উৎপাদন

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী