হোম > সারা দেশ > বরিশাল

সাপের ছোবলে মারা গেলেন কৃষক

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে একজন কৃষক মারা গেছেন।

শনিবার এগারোটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে গরুর জন্য ঘাস আনতে গেলে তাকে ডান পায়ে সাপে ছোবল দেয়। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত কৃষকের নাম মো. আবুল হোসেন খান (৫৫)। তিনি মাধবখালি ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া (শৌলজালিয়া) গ্রামের মো. অন্নাত খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা মো. মারুফ হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিউমার্কেট-মুন্সিরহাট সড়কের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব গোলাম রসুল হাওলাদার বলেন, আবুল হোসেন খান ও আমার পাশাপাশি বাড়ি।তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা আছে।

চরফ্যাশনে নারী উদ্যোক্তা আটক, গ্রাহকদের অভিযোগ টাকা মেরে পালাচ্ছে

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

‘ডিসি-ইউএনওরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন’

গ্রাহকের নামে মামলা ও প্রিপেইড মিটার প্রত্যাহারের আল্টিমেটাম

প্যারাবন ধ্বংস ক‌রে মা‌টি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ সিইউএফএলএ সার উৎপাদন