হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে পাঁচ শতাধিক গারো জনগোষ্ঠীর বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর শ্রীপুরে গারো নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক লোক বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা (গারোপাড়া) এলাকায় আনুষ্ঠিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-স্বাস্থ্যসম্পাদক এবং গাজীপুর-৩ আসনে (শ্রীপুর ও সেনানিবাস এলাকা) এমপি প্রার্থী অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানকারী গারো জনগোষ্ঠীকে স্বাগত জানিয়ে রফিকুল ইসলাম বলেন, বিএনপি কখনো ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে বৈষম্য করে না। তাই নিরাপত্তা ও অধিকার রক্ষার বিশ্বাস থেকেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ চায়। সে প্রত্যাশা থেকেই তারা বিএনপির ওপর আস্থা রেখেছেন।

বিএনপি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপির কাছেই মানুষ নিরাপদ। শুধু তাই নয়, বিএনপির কাছে গারো নৃগোষ্ঠীর মানুষও অধিক নিরাপদ। বিএনপির শাসনামলে এ সম্প্রদায়ের মানুষ নিরাপদে ছিলেন। এ আস্থার কারণেই তারা ধানের শীষের পতাকাতলে এসেছেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বক্তব্য দেন‘হীড বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, ট্রাইভাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মণ, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ ও মানিক সাংমাসহ আটটি নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের দায়িত্বে সাবেক শিবির নেতা, তৃণমূলে ক্ষোভ

বরিশালে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

খালেদা জিয়া আমার চাইতে বেশি নির্যাতিত: বাবর

অভাবের তাড়নায় সদ্যোজাত শিশু ডাস্টবিনে

রামগড়ে পুলিশ হেফাজতে দুই চীনা নাগরিক

কারা নির্যাতিতদের জন্য নিজ জমি বিক্রি করতে চান মনজুর এলাহী

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ক্যারিয়ার ভাবনা’

শীতের আগমনে পর্যটকে মুখরিত কক্সবাজার

একই দিনে নির্বাচন ও গণভোট জনগণ মেনে নেবে না: এটিএম আজহার

নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: ডা. তাহের