হোম > সারা দেশ > রংপুর

আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: সাদিক কায়েম

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে, জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে রায় দিয়েছে। আগামী দিনেও ইনসাফের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে তারা। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।

শনিবার সন্ধ্যা ৭টায় জামায়াতে ইসলামী খানসামা চিরিরবন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে রাণীরবন্দরে ছাত্র -যুব ও নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর যে ফ্যাসিবাদী কায়েম ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সব ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা, অর্থ ও সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করতে হবে। ইতোমধ্যে ইনসাফের প্রতিনিধিরা তাদের কাজের প্রমাণ দিয়েছে। বিপ্লবের আগে ও পড়ে তাদের মাঝে কোনো পরিবর্তন হয়নি। সেজন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপকভাবে বিজয়ী করে আনতে হবে। তরুণরা যে দিকে যাবে বাংলাদেশেও সেদিকে যাবে।

তিনি আরও বলেন, টেন্ডারবাজি চাঁদাবাজি জুলুম নির্যাতন চলবে না, জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেয়া আমাদের দায়িত্ব, আমাদের হক আদায় করা।

জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুর

যৌতুক ছাড়া বিয়ে করে আলোচনায় তিন বন্ধু

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিল বিএসএফ

সব ক্ষেত্রে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপ কমে যাবে

প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: সাকি

আরপিএমপির ৬ থানার ওসি রদবদল

শরীয়তপুরে এনসিপির ৬৫ সদস্যের কমিটি ঘোষণা

গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বাবার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে কোরআন খতম ও দোয়া