হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে স্বাস্থ্যের ডিজিকে ধমকালেন চিকিৎসক

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের এক চিকিৎসকের অসদাচরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবু জাফরের সঙ্গে তার অশোভন বাগ্‌বিতণ্ডায় ঝড় বইছে সমালোচনার। অব্যবস্থাপনার কারণ জানতে চাওয়ায় স্বাস্থ্যের ডিজিকে ধমকানোর পর ডা. ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ে ‘নবীনতম অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে মমেক হাসপাতালে যান অধ্যাপক আবু জাফর। সেমিনারে যোগদানের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা এবং কর্মীদের উপস্থিতির বিষয়ে একাধিক অসংগতি পেয়ে প্রশ্ন তোলেন। প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব উত্তেজিত হয়ে স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক করেন। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে ডা. ধনদেবকে বরখাস্তের নির্দেশ দেন অধ্যাপক আবু জাফর।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ্যের ডিজি ও ডা. ধনদেবের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে বিষয়টি নিয়ে এখন আর বেশি কিছু বলা যাচ্ছে না।

হাসপাতালটিতে চিকিৎসাসেবায় ক্রমবর্ধমান অনিয়ম-দুর্নীতি, রোগীদের প্রতি অমানবিক আচরণ, দালাল চক্রের দৌরাত্ম্য, পরিষ্কার-পরিচ্ছন্নতায় অব্যবস্থা এবং প্রতিনিয়ত লুটপাটের বিরুদ্ধে চলতি বছরে বেশ কয়েকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ময়মনসিংহের সাধারণ নাগরিকরা। যেখানে বক্তারা দাবি করেন, হাসপাতাল পরিচালক দীর্ঘদিন ধরে এসব অনিয়ম বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং পরিস্থিতি দিনদিন আরো ভয়াবহ হয়েছে। এমনকি হাসপাতালটির প্রশাসনিক অনেক কর্মকর্তা বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকেই অনিয়ম ও দুর্নীতি করছেন। এ রকম অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়নি।

ছোটো ভাইয়ের বটির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

শত বছরের পুরোনো রাস্তা খুলে দেওয়ার দাবি

জনগণের দুঃখ-কষ্ট দূর করতে কাজ করতে চাই: শাহজাহান

পদোন্নতি হচ্ছে না ৩২ হাজার শিক্ষকের, কারণ জানালেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপ‌দেষ্টা

লক্ষ্মীপুরে পুলিশের যৌথ অভিযানে ৬ অস্ত্র উদ্ধার

সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

ব্যবসায়ীর কাছ থেকে তেল আত্মসাতের অভিযোগ ওসির বিরুদ্ধে

ঈশ্বরদীতে বিশ্বের পাঁচ দেশের ক্বারীদের তাকবিরে মুখরিত

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো নবাবগঞ্জের দুই শিক্ষার্থী