গণভোটসহ ৫ দফা দাবি
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার বিকেলে বরিশাল টাউন হলের সামনে পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে নেতৃবৃন্দ সরকারের বর্তমান নির্বাচন ব্যবস্থাকে অস্বচ্ছ ও অগণতান্ত্রিক উল্লেখ করে অবিলম্বে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
জামায়াতে ইসলামের সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নির্বাচনের আগে গণভোট হওয়া অত্যন্ত জরুরি, না হলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত জুলাই সনদ অর্থহীন হয়ে পড়বে। আমরা লক্ষ্য করছি সরকার জুলাই সনদ নিয়ে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তারা কেন পিছু হটলো? জনগণের সামনে সত্যটি পরিষ্কার করা তাদের দায়িত্ব। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করে এই বিপ্লবকে রক্ষা করবো।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে, যা বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে মহানগরের নায়েবে আমির মাহমুদুল হোসাইন দুলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এদিকে একেই দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেল নাগাল্যান্ড অশ্বিনী কুমার টাউনহলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মহানগর ইসলামী বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, যুব আন্দোলন সভাপতি মাওলানা রেজাউল করীম বক্তৃতা করেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। নভেম্বরের মধ্যে গণভোট না হলে এদেশের জনগণ গণআন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।