বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, একটি শিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদর্শ শিক্ষকরাই পরিবর্তনের অগ্রদূত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় রংপুরের তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার মিলনায়তনে রংপুরের তারাগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন-রংপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল হান্নান, বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলার আমির এস.এম আলমগীর হোসেন, সেক্রেটারি, মো. ইয়াকুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন তারাগঞ্জ শাখার সভাপতি মো. জিকরুল ইসলাম জাহেরি।
বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। তিনি শিক্ষকদের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক “দাঁড়িপাল্লা” মার্কায় ভোট দিয়ে সমর্থন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-সমস্যা সমাধান এবং নৈতিক শিক্ষার প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।