হোম > সারা দেশ > খুলনা

পাগলের ধাক্কায় ট্রলির নিচে পড়ে নিহত দিনমজুর

উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে পাগলের ধাক্কায় টলির নিচে পড়ে এক দিনমুজুর নিহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মহিদুল ইসলাম (৩৫)। তিনি বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ি পাড়া গ্রামের কালাচাঁদ প্রামানিক পোকার পুত্র। ঘটনায় ভেড়ামারা থানায় উক্ত পাগল ও লালন (৩২) ও ট্রলিচালক বেলাল হোসেনকে (৬০) আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আটক করে আদালতে সোপর্দ করে ভেড়ামারা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার বাহাদুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে লালনের সঙ্গে বাহাদুরপুর বাজারে নিহত মহিদুলের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে লালন ময়দুলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। সঙ্গে সঙ্গে বালুবাহী একটি ট্রলি তাকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলে নিহত হন।

বিকেলে নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন দু’জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রব তালুকদার বলেন, উক্ত দুর্ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

‘ডিসি-ইউএনওরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন’

গ্রাহকের নামে মামলা ও প্রিপেইড মিটার প্রত্যাহারের আল্টিমেটাম

প্যারাবন ধ্বংস ক‌রে মা‌টি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ সিইউএফএলএ সার উৎপাদন

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

খুলনা বারের নির্বাচন স্থগিত নিয়ে আইনজীবীদের মধ্যে চরম উত্তেজনা

একশো আসনে পিআর হলে ভালো হয়: ব্যরিস্টার ফুয়াদ