হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ নেতার দাপটে বন্ধ সড়ক সংস্কার কাজ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমারে দাপট দেখিয়ে জোরপূর্বক সড়কের ৬০ মিটার আ.লীগ তোফায়েল আহমেদ ও তার পরিবারের দখলের পর বন্ধ রয়েছে সড়ক সংস্কার কাজ। তোফায়েল আহমেদ সাবেক উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডোমার পৌরশহরের ডিবি মোড় থেকে চান্দিনাপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই ধারে কয়েকশ মানুষের উপস্থিতিতে ‘ভুক্তভোগী সাধারণ জনগণ’ ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা জানান, ১৫৫ মিটার দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থের এই সড়কটি ডোমার পৌর এলাকা ছাড়াও ৬টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচলের প্রধান পথ। সড়কটি ব্যবহার করে একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশটি মাদ্রাসা ও একটি সরকারি ক্লিনিকসহ বিভিন্ন স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।

অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা গুরুত্বপূর্ণ একটি সড়কের প্রায় ৬০ মিটার অংশ জোরপূর্বক দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। দখলকৃত অংশের কারণে সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ বন্ধ হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের ডোমার উপজেলার সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে সড়কের প্রায় ৬০ মিটার অংশ দখল করে মার্কেট নির্মাণ করেছেন। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে জনভোগান্তি বাড়ছে।

এদিকে ডোমার পৌরসভা সম্প্রতি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে কাজ শুরু করে। কিন্তু সড়কের উল্লেখযোগ্য অংশ অবৈধ দখলে থাকায় সংস্কার ও ড্রেন নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দখলমুক্ত করে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ পুনরায় শুরু করতে হবে। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একই দাবিতে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান। বক্তব্য রাখেন ব্যবসায়ী আনোয়ার হোসেন, মোসলেহ উদ্দিন, সোহেল রানা, হামিদুল ইসলাম, ওলিয়ার রহমান, আনিছুর রহমান, রতন, সাজু ইসলাম, সাবেক ইউপি সদস্য সুমন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই প্রার্থী আহত

ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, মূল অভিযুক্ত গ্রেপ্তার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

৫৪ বছরে ক্ষমতাসীনদের ভাগ্য বদলালেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি

জনতার গণজোয়ারে আগামীতে দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

সিংড়ায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তিতাসে বিক্ষোভ মিছিল