হোম > সারা দেশ > ঢাকা

অষ্টগ্রামে ১ লিটার দুধ ১৩ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

জুমার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে নিলামে ওঠানো হল এক লিটার দুধ। দুধ কিনতে ক্রেতাদের হাঁক-ডাক শেষে, ১৩ হাজার টাকায় দুধ কিনে গরিবের মাঝে বিলিয়ে দেন স্থানীয় ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়।

শুক্রবার (৩১অক্টোবর) দুপুরে নিলামের ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কাস্তুল ইউনিয়নের ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদে ১ লিটার দুধ দান করেন জনৈক কৃষক। সেই দুধ জুম্মার নামাজের আগে নিলামে উঠান মসজিদ পরিচালনা কমিটি। দুধ কিনতে প্রথমে দু’শত টাকা দাম হাঁকেন এক মুসল্লী।

পরে, আরও ৪-৫ জন মুসল্লী শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। শেষে ১২ হাজার টাকা দাম হাঁকেন মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইদ্রিস মিয়া। সেই দাম ছাড়িয়ে ১৩ হাজার টাকা দুধ কেনেন ফ্রিল্যান্সার মনিরুজ্জামান দূর্জয়।

তিনি, নিলামে দুধ কিনে একজন গরীব মানুষের মাঝে বিতরণ করে দেন।

এই বিষয় মনিরুজ্জামান দূর্জয় বলেন, আল্লাহ ঘর উন্নয়নে সহায়তার জন্যই এই দুধ কিনেছি। সেই দুধ একজন সাধারণ মানুষকে দিয়ে তার মুখে হাসি ফোটানো অনেক আনন্দের। তাছাড়া, এমন ভালো কাজে প্রতিযোগিতা করে মনে তৃপ্তি পেয়েছি।

ব্রহ্মপাড়া আল হোসাইনিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম জহুরী বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। তা ছাড়া, এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়ন কাজে।

চরফ্যাশনে নারী উদ্যোক্তা অবরুদ্ধ, গ্রাহকদের অভিযোগ টাকা মেরে পালাচ্ছে

‘চলোজি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই’

নৈতিক শিক্ষা ছাড়া জাতি উন্নত হতে পারে না: গণশিক্ষা উপদেষ্টা

সিলেটের উন্নয়ন কাজ দ্রুত না হলে ডিসি-এসপি অফিসেই ঘুমাতে হবে: আরিফুল

‘ডিসি-ইউএনওরা টাকার বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন’

গ্রাহকের নামে মামলা ও প্রিপেইড মিটার প্রত্যাহারের আল্টিমেটাম

প্যারাবন ধ্বংস ক‌রে মা‌টি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

ধুনটে অপহৃত স্কুলছাত্রী ১৯ দিন পর উদ্ধার, বখাটে গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ সিইউএফএলএ সার উৎপাদন