হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রধান শিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিনা বেগম (৪৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ পারফেক্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান রিনা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত সাইফুল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে

নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশি মৎস্যজীবী

৫৪ বছরে ক্ষমতাসীনদের ভাগ্য বদলালেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি

জনতার গণজোয়ারে আগামীতে দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

সিংড়ায় বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তিতাসে বিক্ষোভ মিছিল

নির্বাচনি উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

হাওরের বৈচিত্র্য রক্ষা করে যোগাযোগে উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর