হোম > ফিচার > ক্যাম্পাস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর প্রফেসর সাইফুল আলম

আমার দেশ অনলাইন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ-এর স্থলাভিষিক্ত হন।

ড. সাইফুল আলম দেশের একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তার পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে।

তিনি ২০১৩ সালে বিশ্বখ্যাত চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৮-১৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

তার গবেষণাকর্ম মৃত্তিকার স্বাস্থ্য, টেকসই কৃষি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলেছে। ড. আলম ২০০৬ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা ও গবেষণা চালিয়ে ২০১৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নেতৃত্বদানের ক্ষেত্রেও সমান পারদর্শী।

তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া, প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

ব্যক্তিজীবনে তিনি এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালে গাজীপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী গ্রামে জন্মগ্রহণ করেন। সততা, দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে সম্মানিত।

ড. মোহাম্মদ সাইফুল আলম এর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন দুই হাজার শিক্ষার্থী

বাংলায় ইসলামের বিস্তারে কৃষি প্রধান নির্ধারক হিসেবে কাজ করেছে

নিয়োগে অনিয়মের সংবাদ প্রকাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ

শাকসু নির্বাচনে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ নামে শিবিরের প্যানেল ঘোষণা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় সচেতনতার বার্তা

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু