হোম > ফিচার > ক্যাম্পাস

শিক্ষার্থীদের অধিকার আদায় একমাত্র লক্ষ্য

সাক্ষাৎকারে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান

আতিকুর রহমান, চবি

আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী মাহফুজুর রহমান।

তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত। সম্প্রতি আমার দেশ-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের প্রতি নিজের প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন।

শুরুতে নিজের সম্পর্কে মাহফুজ বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের নানা অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে ভূমিকা রাখার চেষ্টা করেছি। আমি জুলাই গণঅভ্যুত্থানে সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। আমাদের অনেকেই বিতর্কিত হলেও আমি নিজেকে সব সময় ক্লিন রাখার চেষ্টা করেছি।

সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে চাকসু কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেÑ এমন প্রশ্নের উত্তরে মাহফুজ বলেন, চাকসু হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। গত ৩৬ বছর ধরে এটি অকার্যকর অবস্থায় ছিল। মূলত ছাত্র সংগঠনগুলোর পেশিশক্তির রাজনীতির কারণেই চাকসু নির্বাচন বন্ধ ছিল। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে যেহেতু শিক্ষার্থীদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে, সেক্ষেত্রে যে প্রার্থী শিক্ষার্থীবান্ধব ও অধিকার আদায়ের রাজনীতি করবে, শিক্ষার্থীরা তাকেই নির্বাচিত করবে। আর নিয়মিত চাকসু নির্বাচন চলমান থাকলে শিক্ষার্থীদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করা যাবে।

ক্যাম্পাসের নির্বাচনি পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন সবার জন্য সমান ও নিরপেক্ষ। তবে আমাদের আগের অভিজ্ঞতা ভালো নয়। ডাকসু ও জাকসু নির্বাচনে দেখা গেছে, লেজুড়বৃত্তিক সংগঠনগুলোর মাদার পার্টি নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। প্রশাসনও অনেক সময় কিছু সংগঠন বা ব্যক্তির প্রতি দুর্বল থেকেছে। তবু আমরা প্রত্যাশা করি, এবার নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।

বর্তমানে ক্যাম্পাসে ছাত্রদের বাকস্বাধীনতা রয়েছে কি নাÑ এমন প্রশ্নের উত্তরে মাহফুজ বলেন, গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। তারা গত এক বছর ধরে সহবস্থান করে কার্যক্রম পরিচালনা করছে। ফলে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বিরাজমান। তবে যেসব ছাত্র সংগঠনের মাদার পার্টি রয়েছে, তারা আবারও ক্যাম্পাসে গেড়ে বসতে চাইছে। যদি চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হয়, তাহলে আবারও বাকস্বাধীনতা হরণের সেই সংস্কৃতি ফিরে আসতে পারে।

ভিপির দায়িত্ব সম্পর্কে মাহফুজ বলেন, একজন ভিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে তার সমাধানে কাজ করা। বিশেষ করে আবাসন সংকট, যাতায়াত সমস্যা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত করা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কাজ করা।

ভিপি পদপ্রার্থী হওয়ার কারণ প্রসঙ্গে মাহফুজ বলেন, আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে নির্বাচন করছি। গণঅভ্যুত্থানের পর যারা সক্রিয়ভাবে অ্যাক্টিভিজম করেছে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ক্যাম্পাসে অবদান রাখার চেষ্টা করেছে, তাদেরকেই এই প্যানেলে যুক্ত করা হয়েছে। তারাই আমাকে ভিপি পদে মনোনীত করেছে।

নিজেদের প্যানেল সম্পর্কে মাহফুজ বলেন, চাকসু নির্বাচনে বেশ কয়েকটি সংগঠন মাদার পার্টির নির্দেশনায় অংশ নিচ্ছে। আবার বিভিন্ন মতাদর্শের সংগঠনও প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আমরা একদল শিক্ষার্থী, যারা কেবল শিক্ষার্থীদের অধিকার আদায়ের কাজের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের কোনো মাদার পার্টি নেই, কোনো গোষ্ঠীগত উদ্দেশ্যও নেই। এই জায়গাটাতেই আমরা অন্যদের থেকে আলাদা।

নির্বাচিত হলে তিনটি অগ্রাধিকারমূলক কাজের পরিকল্পনা তুলে ধরেন এই ভিপি পদপ্রার্থী। সেগুলো হলোÑআবাসন ও পরিবহন সংকট নিরসন নিয়ে কাজ করা। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাবার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা।

ভোটারদের উদ্দেশে মাহফুজ বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে। তাই ভোটারদের প্রতি আহ্বান থাকবেÑভোট দিতে আসুন। যাকে যোগ্য মনে হয় এবং যিনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন, তাকেই ভোট দিন। কারণ আপনার একটি ভোটই পারে ক্যাম্পাসে পরিবর্তন আনতে।

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

জাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের অন্তঃস্থলে স্থান করে নিয়েছেন: জবি উপাচার্য

জাহাঙ্গীরনর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলায় সচেতনতার বার্তা

২৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু

চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

আবারো পেছালো জকসু নির্বাচন

দুই লাখ ছাড়ালো রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন

আমার দেশের বেরোবি প্রতিনিধিকে ছাত্রদল নেতার মামলার হুমকি