রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন মনোনয়ন জমার শেষ দিন আজ। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনারদের দেখা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রার্থীরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমার সময়সূচি থাকলেও নির্বাচন কমিশনার কার্যালয় সকাল থেকেই বন্ধ পাওয়া যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দুপুরের পর থেকে নির্বাচন কমিশন কার্যালয় খোলা হলেও নির্বাচন কমিশন কার্যালয়ে ছিলেন না কোনো কমিশনার বা দায়িত্বশীল কর্মকর্তা। এতে শেষ মুহূর্তে মনোনয়ন জমা দিতে আসা প্রার্থীরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।
নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সকাল থেকেই ভিড় করেন বিভিন্ন পদপ্রত্যাশী প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে বেলা গড়িয়ে গেলেও নির্বাচন কমিশনের কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অনেক শিক্ষার্থী ও প্রার্থীরা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত অবহেলা, যার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এমন আচরণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। মনোনয়নের মতো গুরুত্বপূর্ণ দিনে কমিশনের অনুপস্থিতি পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে।
মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থী মো. শিবলী সাদিক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত শেষ দিনে সকাল থেকে কার্যালয়ে এসেছি। কিন্তু এখানে এসে দেখি নির্বাচন কমিশনের কেউ নেই। মনোনয়ন জমার শেষ দিনে কমিশনের অনুপস্থিতি একটি বড় প্রশাসনিক ব্যর্থতা। এতে পুরো নির্বাচনি কাঠামো দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ভিপি পদপ্রার্থী আহমাদুল হক আলভীর বলেন, মনোনয়ন জমা দিতে এসে দেখি অফিসই বন্ধ। আজ শেষ দিন জানার পরও সকাল থেকেই আমরা এখানে বসে আছি। কিন্তু কমিশনের কেউ নেই। এতে আমাদের অধিকার হরণ করা হচ্ছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের একাধিক সদস্যদের ফোন দেয়া হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, নির্বাচন কমিশনার মনোনয়নপত্র জমা নিচ্ছেন না বা নির্বাচন কমিশনার কার্যালয়ে কেন নেই এ বিষয়ে আমি কিছুই জানিনা। এই বিষয়ে আপনারা নির্বাচন কমিশনারদের জিজ্ঞেস করলে সঠিক তথ্য পাবেন।