হোম > জাতীয়

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি সেলিমসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরো ৩০ জনকে। রোববার সকালে এ মামলা দায়ের করা হয়।

জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে পৌর শহরের আরশিনগরে আনোয়ার হোসেনের (সদর সার্কেল) নেতৃত্বে একটি টিম সদর উপজেলার পুরানপাড়া এলাকায় একনারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিদর্শনে যান। সেখান থেকে ফেরার পথে শহরের আরশীনগর মোড়ে সড়কের মাঝখান থেকে কয়েকজন ব্যক্তি যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তিনি ও তার সঙ্গীয় ফোর্স দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করে।

আটককৃত চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে ৩০/৪০ জন সন্ত্রাসী এসে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকে। এতে পুলিশ সুপার তাদের ছাড়তে নারাজ হলে বিনা উষ্কানীতেই তারা পুলিশ সুপারের ওপর হামলা চালায় এবং কিল, ঘুষি ও লাথি মারতে থাকে।

এক পর্যায়ে তিনি মাটিতে পরে গুরুতর আহত হন। এসময় সন্ত্রাসীরা দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগীতায় সঙ্গীয় পুলিশ সদস্যরা অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির বলেন, আনোয়ার হোসেনের ঘাড় ও পায়ে আঘাতজনিত রক্ত জমাট বেঁধেছে। তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করা হয়েছে।

চাঁদাবাজীর মামলায় ‘নওরোজ’ সম্পাদক শামসুল হক কারাগারে

তফসিল ঘোষণার ২ দিনের মধ্যে পোস্টার না সরালে ব্যবস্থা

এক ঘণ্টা বাড়ল ভোটের সময়

নির্বাচনে বিচারিক ক্ষমতা পাচ্ছে ‘ইনকোয়ারি কমিটি’

নির্বাচন ও গণভোট একদিনে করতে প্রস্তুত নির্বাচন কমিশন

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানালেন সিইসি

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে থাকছেন না

বিশেষ চক্র পেঁয়াজের বাজারে কারসাজি করেছে: কৃষি উপদেষ্টা

বায়তুল মুকাররম মসজিদে ধর্মীয় আবহ তৈরি হয়েছে

আমদানির খবরে পাইকারি বাজারে পেঁয়াজের বড় দরপতন