হোম > রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে মেডিকেল ছাত্রদলের সাবেক নেতাদের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

স্থগিত হওয়া ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য পদ ফেরত পেয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রদলের সাবেক মেডিকেল কলেজ জোনের নেতারা। এ সময় তারা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

একই সঙ্গে তারা জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জিয়াউর রহমানের মাজারের বেইলি ব্রিজের উত্তর পাশে শ্রদ্ধা জানিয়ে দোয়া করেন ছাত্রদলের সাবেক নেতারা। ড্যাব ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক এতে নেতৃত্ব দেন।

এ সময় দেশের চলমান সংকটকালে অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়াকে সুস্থভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হোক, সেই দোয়া করা হয়।

এতে উপস্থিত ছিলেন: বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, ডা. আলী আকবর আশরাফী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এম এ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন: ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহান, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. সাইফুল ইসলাম জুয়েল, ডা. মনজুরুল আজিজ ইমন, ডা. একরামুল রেজা টিপু, ডা. এস এ ফয়েজ, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. তারেকসহ ৩ শতাধিক চিকিৎসক।

এর আগে, গত ৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু, ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. রাকিব উজ জামান-এর ড্যাবের স্থগিত সদস্যপদ ফেরত দেওয়া হয়েছে।

হুঁশিয়ারি দিলেও বাস্তবে পদক্ষেপ নেই, ভোক্তার পকেট কাটছে সিন্ডিকেট চক্র

বদলি আদেশ প্রত্যাহারের চেষ্টায় আন্দোলনকারী প্রাথমিকের শিক্ষকেরা

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

বিজয় দিবসে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়বে বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে ভূমিকম্প

ইসির নিবন্ধন পেলো ৮১ পর্যবেক্ষক সংস্থা

পুলিশের শীর্ষ ২২ কর্মকর্তাকে বদলি

বাড়ি ভাড়া বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সরকারি আদেশ জারি

বুধবার ত্রয়োদশ সংসদের তফসিল রেকর্ডে বিটিভি-বেতারকে ইসির চিঠি

জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ