হোম > জাতীয়

ওসমান হাদিকে ৩০টি নম্বর দিয়ে ফোন, হত্যার হুমকি

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হুমকি দিয়েছে। এছাড়া বাড়িতে আগুন, মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করারও হুমকি দেয়। শুক্রবার ভোরে ওসমান হাদি ফেসবুকে এতথ্য জানিয়েছেন।

ফেসবুকে ওসমান হাদি লেখেন, গত তিন ঘন্টায় আমার নম্বর দিয়ে আ. লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে। এবং আমাকে হত্যা করবে।

১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হবে, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।

এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।

আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের

এনসিপির সঙ্গে আইএমএফের মিশন টিমের বৈঠক

অনৈক্য ও বিভেদ রাষ্ট্রকে বিপর্যয়ে ফেলবে

ফখরুলের প্রার্থিতা বাতিলের দাবিতে নেতাকর্মীদের মানববন্ধন

গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না

ছাত্রসমাজকে জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষ সাধনে কাজ করছে শিবির

গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি ৮ দলের

প্রধান উপদেষ্টাকে ৩ উপদেষ্টা মিসগাইড করছে

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো