হোম > সারা দেশ > সিলেট

‘মাদক থেকে যুবসমাজকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই’

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউস।

তিনি বলেন, খেলার মাঠ থেকে মসজিদ, সব স্থানেই দলীয়করণ করেছিল ফ্যাসিস্ট হাসিনা। এখন সেই স্বৈরাচারের যুগের অবসান ঘটেছে। ফলে জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্লাব গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এমনকি মাদক থেকে বিরত রাখতে খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহিত করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।

গউস বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক সরকার উপহার দেবে বলে আশা করছে বিএনপি।

খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সদস্য নাসির উদ্দিন মিঠু, বকসী মিসবাউর রহমান প্রমুখ।