মৌলভীবাজারের বড়লেখায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা, দখল ও গুলি ছোড়ার অভিযোগে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট বড়লেখা থানায় বাদী হয়ে গণঅধিকার পরিষদের নেতা আব্দুন নুর তালুকদার মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ছাড়াও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক পৌর মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরীসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের দিন বাদী আব্দুন নুর তালুকদার বড়লেখা পৌরশহরের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সেখানে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশে আসামিরা কেন্দ্র দখল করে রেখেছেন বলে দেখতে পান। এ সময় তারা পিস্তল দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা ব্যালট পেপারে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মারে এবং এজেন্টের ওপর হামলা চালায়।
বাদীর দাবি, আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ে এবং দা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। তৎকালীন ক্ষমতাসীন সরকারের প্রভাবে তিনি মামলা করতে পারেননি, তবে বর্তমান পরিস্থিতিতে আইনি সহায়তা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।