সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।