গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বিএনপির সদস্য পদ ফিরে পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির সকল পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
পরে তিনি পদ ফিরে পেতে আবেদন জানালে দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রায় ৩ মাস পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।
সেই সাথে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়ে দলীয় প্যাডে ৮ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্র প্রেরণ করা হয়। পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় নেতা কর্মীরা।

