সড়কে ঝরলো বাবা-মেয়ের প্রাণ, চালকের ফাঁসির দাবিতে উত্তাল ওসমানীনগর

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২: ৩৮
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ৪৬

সিলেটের ওসমানীনগরে ঘটেছে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে নিভে গেছে দুটি প্রাণ। একজন পিতা, আরেকজন তার কন্যা।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর দারুল কোরআন মাদ্রাসার সামনে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা হবিগঞ্জ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই বিকট শব্দে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক হারুন মিয়া (৩১) ও তার আট বছরের কন্যা আনিসা বেগম।

নিহত হারুন মিয়া ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে। আনিসা তার একমাত্র সন্তান। দুর্ঘটনায় আহত আরও চারজনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় মজিদপুর গ্রাম।

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর চারদিকে একটাই দাবি উঠেছে, হবিগঞ্জ এক্সপ্রেসকে মহাসড়ক থেকে স্থায়ীভাবে প্রত্যাহার ও ঘাতক চালককের ফাঁসি নিশ্চিত করতে হবে।

দীর্ঘদিন ধরেই এ পরিবহনের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যাত্রীদের ঝুঁকিতে ফেলা ও দুর্ঘটনার দায়ে মৃত্যুর অভিযোগ উঠছে। এ ঘটনার প্রতিবাদে রোববার ২টায় ওসমানীনগরের মিনি শহর খ্যাত গোয়ালা বাজারে “ওসমানীনগরের সর্বস্তরের জনতা”র ব্যানারে মানববন্ধনের আহ্বান করা হয়েছে। মানববন্ধনে সর্বস্তরের মানুষের উপস্থিত নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর প্রচারণা চালানো হয়।

ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—হারুন ছিল একজন সৎ, পরিশ্রমী ও সমাজবান্ধব তরুণ। আজ সে নেই—নিভে গেলো এক পিতা-কন্যার ভালোবাসার পৃথিবী।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদ বলেন—সড়কে নিরাপত্তা কেবল আইন বা শাস্তির বিষয় নয়— এটি হোক মানবিক দায়িত্ব। যেন আর কোনো শিশুর হাসি থেমে না যায় মহাসড়কে, আর কোনো মায়ের কোলে ফিরে না আসে নিথর সন্তান।

এদিকে শনিবার রাত সাড়ে ৯টায় নিহত পিতা ও কন্যাকে জানাজা শেষে মজিদপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের চুক্তি

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় বিএনপি অফিসে হামলা-গুলি, স্কুল শিক্ষক নিহত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত