আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে ১২ জন আহত, ১৫ মোটরসাইকেলে আগুন

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে ১২ জন আহত, ১৫ মোটরসাইকেলে আগুন

গাজীপুর-১ আসনে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১২জন আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলা রাখালিয়া চালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী মজিবুর রহমান জানান, পেপার নজরুল ও তার ভাই পারভেজের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। এতে অন্তর, সজিব, সৈকত, নিবীর, রাজীব, তুহিন, শিবলীসহ ৯ জন নেতাকর্মী গুরুতর আহত হন। এসময় ১৫টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা আমাদের গণতান্ত্রিক প্রচারণাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করেছে।

অপরদিকে, মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, মুজিবুর রহমানের লোকজন আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল বানচালের উদ্দেশ্যে মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মৌচাক ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সেকেন্দার ও পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সেক্রেটারি কাশেমকে পিটিয়ে আহত করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন