আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়বড়ে কাঠের সেতু ভরসা, ঝুঁকি নিয়ে যাতায়াত

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
নড়বড়ে কাঠের সেতু ভরসা, ঝুঁকি নিয়ে যাতায়াত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলীম মাদরাসাসংলগ্ন খালের ওপর নির্মিত কাঠের সেতু নড়বড়ে অবস্থায় হেলে পড়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে যাতায়াত করা শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী এখন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছেন। যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির কাঠ নষ্ট হয়ে দুর্বল হয়ে পড়লেও কোনো সংস্থার নজরে আসেনি।

বিজ্ঞাপন

Amardesh_Bridge

বর্তমানে সেতুর মাঝামাঝি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন