তিতাসে যুবলীগ নেতা বিল্লাল মেম্বার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ১৭

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি হলেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের আব্দুল মুনাফ মিয়ার ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আসমানিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের চুক্তি

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে আইআইইউসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় বিএনপি অফিসে হামলা-গুলি, স্কুল শিক্ষক নিহত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত