আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার তিতাস উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী।

বিজ্ঞাপন

রোববার ভোর রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলাউদ্দিন, মো. রবি ও ইকবাল। আজ দুপুরে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহপুর গ্রামের মৃত মমতাজ বেপারির ছেলে রিপন সরকারের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি রাম দা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন