আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের এমপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন জামায়াতের এমপি প্রার্থী

বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে যান বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

বিজ্ঞাপন

রবিবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে অসুস্থ বিএনপি নেতা আজিজুর রহমান বিদ্যুৎ-এর নিজ বাসায় যান। সেখানে তিনি তার শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি নিয়ে তার সাথে কথা বলেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিন, ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান, বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা দেওয়ান আব্দুল মোমিন, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম।

সাক্ষাৎ শেষে এমপি প্রার্থী গোলাম রব্বানী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অসুস্থ আজিজুর রহমান বিদ্যুৎ-এর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন