নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ায় কানাইনগর সোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান খানকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী খবির উদ্দিন খবুর বিরুদ্ধে।
রোববার বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলাকারী খবির উদ্দিন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের ছোট ভাই।
জানা যায়, সরকারি সম্পত্তি রক্ষায় গাছ কাটার অনুমতি–সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে খবু ক্ষিপ্ত হয়ে ওঠেন।
প্রধান শিক্ষক জানান, প্রায় এক মাস আগে খবু স্কুলের বাউন্ডারির পাশের গাছ কাটতে আসে। তখন তিনি সরকারি অনুমতি পত্র চাইলে খবু তা দেখাতে ব্যর্থ হয়। গত রোববার মাগরিবের সময় স্কুল অফিস বন্ধ করে বের হলে খবু তার গতিরোধ করে প্রথমে ধাক্কা দেন এবং লাঞ্চিত করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার সকালে শিক্ষার্থীরা খবির উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল মাঠে মানববন্ধন করেন। এ সময় তারা প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।
প্রধান শিক্ষক আব্দুল মান্নান খান জানান, আমি শুধু সরকারি নিয়ম মেনে চলার কথা বলেছি। এজন্য আমাকে এভাবে লাঞ্ছিত করা দুঃখজনক। আমি সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা চাই।
অভিযুক্ত যুবলীগ কর্মী খবির উদ্দিন খবুর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, আমি আজকে বিষয়টি জেনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত আইনি ব্যবস্থা নেয়া হয়নি। তবে ভুক্তভোগী প্রধান শিক্ষক যদি চান আমরা তাকে সহযোগিতা করবো।

