হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আ.লীগ সরকার কাগজে–কলমে মেডিকেল কলেজ দেখিয়ে জনগণের সাথে ভয়াবহ প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার–৩ আসনে বিএনপি প্রার্থী এম নাসের রহমান।
রোববার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘আজকের (৭ ডিসেম্বর) দৈনিক আমার দেশ-এ প্রকাশিত প্রতিবেদন প্রমাণ করেছে—যা আমি শুরু থেকেই বলেছি, সেটাই সত্য। আর যারা চোখ বুজে দাবি তুলছিলেন, তারা এখন নিশ্চয়ই লজ্জায় নতমুখ হবেন।’
মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্ককে ‘ভিত্তিহীন জনপ্রিয়তাবাদী দাবি’ হিসেবে উল্লেখ করে সরাসরি রাজনৈতিক অবস্থান জানালেন নাসের রহমান। তিনি তার বক্তব্যে তীব্র রাজনৈতিক সুর, শিক্ষক নেই, অবকাঠামো নেই, ল্যাব নেই—অথচ তারা মেডিকেল কলেজের সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে উন্নয়নের বিজ্ঞাপন হিসেবে। এটি উন্নয়ন নয়, এটি হলো মানুষের জীবনের সাথে ঠাট্টা।
তিনি আরো বলেন, এসব ভুয়া কলেজ থেকে বের হওয়া শিক্ষার্থীদের হাতে চিকিৎসা পেলে জনগণের জীবন যে ঝুঁকিতে পড়বে—তা সরকার ইচ্ছে করেই অগ্রাহ্য করেছে।
নাসের রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্যসেবা সংস্কার কমিশন যেসব মানহীন মেডিকেল কলেজ বন্ধ করার সুপারিশ দিয়েছে—সেগুলিই হচ্ছে আওয়ামী লীগের ‘ভুয়া উন্নয়নের নমুনা’। এগুলো কোনো মেডিকেল কলেজ নয়, এগুলো ছিল আওয়ামী লীগের প্রতারণা–কারখানা।
টকশোতে বাস্তবচিত্র তুলে ধরায় যে সমালোচনা হয়েছিল—সেই প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, আমার কথা শুনে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছিল ফেসবুকের বট–বাহিনী, বিশেষ করে সেই দলটি যারা নিয়মিত ধর্মের আড়ালে রাজনীতি করে। তারা সত্যকে আড়াল করতে চাইছিল। কিন্তু আজকের প্রতিবেদনই প্রমাণ, তারা পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছুই করেনি।
তিনি উল্লেখ করেন, দেশের বাইরে থাকা কিছু সমর্থকও প্রকৃত অবস্থা না বুঝে মেডিকেল কলেজের দাবি করছিলেন। এখন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন—মৌলভীবাজারে শুধু সাইনবোর্ড নয়, বাস্তব অবকাঠামো দরকার।
ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে নাসের রহমান স্পষ্ট প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে এবং জনগণ আমাকে নির্বাচিত করলে মৌলভীবাজারে ২৫০ শয্যার পূর্ণাঙ্গ, মানসম্মত মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। আমরা সাইনবোর্ড নয় বাস্তব উন্নয়ন করি। মৌলভীবাজারবাসী এবার ভুয়া উন্নয়ন নয়, যোগ্য নেতৃত্ব এবং বাস্তব উন্নয়ন–রোডম্যাপ বেছে নেবে।

