
উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে৷
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মদীনার ইসলাম চর্চা করি, বিশ্বাস করি। নবী (সা.) ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন সে ইসলাম পালন করি। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭১ ও ২০২৪ এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা আমার নবীর (সা.) সাহাবাদের নাম নিয়ে ‘ব্যাভিচারী’ বলেন, যারা পূজা-রোজা এক বলে তাদের ভোট দেয়া জায়েজ না। যদি ঈমান ও ইসলামকে বাঁচাতে হলে জামায়াতকে ভোট দেয়া যাবে না। যার আকিদা সহীহ, যারা শার্ট-প্যান্ট পরেও আকিদা ঠিক রাখে তাদের ভোট দেয়া যাবে।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে৷
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মদীনার ইসলাম চর্চা করি, বিশ্বাস করি। নবী (সা.) ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন সে ইসলাম পালন করি। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭১ ও ২০২৪ এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা আমার নবীর (সা.) সাহাবাদের নাম নিয়ে ‘ব্যাভিচারী’ বলেন, যারা পূজা-রোজা এক বলে তাদের ভোট দেয়া জায়েজ না। যদি ঈমান ও ইসলামকে বাঁচাতে হলে জামায়াতকে ভোট দেয়া যাবে না। যার আকিদা সহীহ, যারা শার্ট-প্যান্ট পরেও আকিদা ঠিক রাখে তাদের ভোট দেয়া যাবে।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

কামরুল বলেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রাখার জন্য একটি গোষ্ঠী এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সেই সাথে হাটে ঘাটে গ্রাম গঞ্জে ধানের শীষ ও দলের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে।
৮ মিনিট আগে
কর্মক্ষেত্রে নারীরা মাতৃত্বকালীন ছুটি পেলেও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবাহিত বা অন্তঃসত্ত্বা শিক্ষার্থীরা এখনো এই সুবিধা থেকে বঞ্চিত। গর্ভাবস্থার মতো সংবেদনশীল সময়েও তাদের ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন ও ল্যাবের কাজ চালিয়ে যেতে হয়। এতে শারীরিক ও মানসিক চাপে তারা নানা সমস্যায় পড়েন।
৩৬ মিনিট আগে
হাবিবুর রহমান হাবিব বলেছেন, পুরুষরা যখন জীবিকার প্রয়োজনে বাইরে থাকে, তখন জামায়াতের নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রি শুরু করেছে। ধর্মীয় ভয়ভীতি দেখিয়ে তারা সাধারণ মহিলাদের বিভ্রান্ত করছে। রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য জামায়াত এভাবে ধর্মকে ব্যবহার করছে। অতি দ্রুত এই অপকর্ম বন্ধ করতে হবে।
১ ঘণ্টা আগে
শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিবের গাড়িচালকের পুকুরে প্রবেশের জন্য ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। স্থানীয়রা বলছেন, জনগুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ না করে ব্যক্তি স্বার্থে এমন সেতু নির্মাণ ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় অর্থের অপচয়। আর সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দাবি-উপর মহলের নির্দেশে
১ ঘণ্টা আগে