কাঁচা পাট রফতানির ওপর শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ঐকমত্য পোষণ করেছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ এবং দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন।
রোববার রাতে বিজেএ'র দৌলতপুরস্থ আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা আসায় ব্যবসায়ী, শ্রমিক ও রফতানিকারক সবাই গভীর সংকটে পড়েছে বলে সভায় জানিয়েছেন চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির।
সভায় উপস্থিত ছিলেন- বিজেএ’র পক্ষ থেকে সাইফুল ইসলাম পিয়াস, শেখ ইমাম হোসেন, টিপু সুলতান, শামীম আহমেদ, খাইরুজ্জামান, কুতুব উদ্দিন, বদরুল আলম মার্কিন, প্রিন্স মাহমুদ, আলমগীর খান, রঞ্জন কুমার দাস, সাইফুল ইসলাম মানু ও নূর ইসলাম বাচ্চু।
শ্রমিক সংগঠনের পক্ষে ছিলেন সভাপতি আব্দুল খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, দেলোয়ার হোসেন, আফজাল জমাদ্দার, আক্কাস চাকলাদার, শেখ সুজন হোসেন প্রমুখ।

