আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জবিতে ফলাফল প্রকাশে ডিজিটাল পদ্ধতির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

প্রতিনিধি, জবি
জবিতে ফলাফল প্রকাশে ডিজিটাল পদ্ধতির দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফলাফল প্রকাশে ডিজিটাল পদ্ধতি চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) উপাচার্যের হাতে স্মারকলিপিটি তুলে দেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও মেহেদী হাসান আখন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরীক্ষার ফলাফল এখনও এনালগ পদ্ধতিতে প্রকাশ করা হয়—অর্থাৎ কাগজে ছাপিয়ে বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ, বিভ্রান্তিকর এবং প্রযুক্তিনির্ভর যুগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

ছাত্রদলের দাবি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একটি ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা উচিত। এতে শিক্ষার্থীরা নিজেদের রোল বা আইডি নম্বর ব্যবহার করে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ফলাফল জানতে পারবে।

তাদের মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে ফলাফল প্রকাশের প্রক্রিয়া হবে স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল। এতে প্রশাসনের কাজের চাপ কমবে, শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণে সুবিধা হবে এবং বিশ্ববিদ্যালয় আধুনিক, প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা ব্যবস্থার দিকে আরও একধাপ এগিয়ে যাবে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “এটা আমাদের সময়ের দাবি। দেশের অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ডিজিটাল রেজাল্ট সিস্টেম চালু করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও যদি সেই পথে এগিয়ে যায়, তাহলে শিক্ষার্থীদের সুবিধা যেমন বাড়বে, তেমনি প্রশাসনিক কাজও আরও সহজ ও স্বচ্ছ হবে।”

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন, মিরাজ, আহ্বায়ক সদস্য আবু আনসারসহ শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন