বিশেষ প্রতিনিধি
সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও প্রত্যাহার করেছে জবি ঐক্য’ প্ল্যাটফর্ম । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের অনশন ভাঙ্গিয়ে দাবি মেনে নেয়ার ঘোষণার পরে জবি প্ল্যাটফর্ম থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন 'কমপ্লিট শাটডাউন 'কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রদান করেন।
শুক্রবার রাতে কাকরাইল মোড় থেকে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কাকরাইল মোড়ে চলমান গণঅনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
রইছউদ্দিন বলেন, ‘এটি আমাদের সম্মিলিত সংগ্রামের ফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আত্মত্যাগের প্রতিফলন আজ আমরা দেখলাম। সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে। আমি বলবো—এটা ছাত্রদের জয়, জবির জয়।’
রইছ উদ্দিন আরো বলেন, ‘আজকের দিনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যেহেতু সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা এসেছে, তাই আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও প্রত্যাহার করছি।’
এই মুহূর্তেই আন্দোলনের সফল পরিণতি উদ্যাপন করে ‘জবি ঐক্য’ আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের ব্যানারে প্রায় পাঁচ হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী কাকরাইল মোড়ে জড়ো হয়ে গণঅনশন কর্মসূচি পালন শুরু করেন। কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষক সমিতির মুখপাত্র অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
সংকট সমাধানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ইউজিসি একটি পরিবার হিসেবে একসাথে কাজ করছে। সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে এবং বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের প্রথম দাবির পরিপ্রেক্ষিতে বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন প্রকল্পও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।’
এই ঘোষণার মধ্য দিয়ে জবির শিক্ষার্থীদের টানা আন্দোলন এক ঐতিহাসিক অর্জনের দিকেই এগিয়ে গেল—যেখানে দাবি আদায় হয়েছে ঐক্যের মাধ্যমে, আর প্রতিচ্ছবি হয়ে থাকলো ছাত্রদের দৃঢ়তা ও সাহসিকতা।
এমএস
সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও প্রত্যাহার করেছে জবি ঐক্য’ প্ল্যাটফর্ম । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের অনশন ভাঙ্গিয়ে দাবি মেনে নেয়ার ঘোষণার পরে জবি প্ল্যাটফর্ম থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন 'কমপ্লিট শাটডাউন 'কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রদান করেন।
শুক্রবার রাতে কাকরাইল মোড় থেকে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কাকরাইল মোড়ে চলমান গণঅনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
রইছউদ্দিন বলেন, ‘এটি আমাদের সম্মিলিত সংগ্রামের ফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর আত্মত্যাগের প্রতিফলন আজ আমরা দেখলাম। সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়েছে। আমি বলবো—এটা ছাত্রদের জয়, জবির জয়।’
রইছ উদ্দিন আরো বলেন, ‘আজকের দিনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম, আছি এবং থাকব। যেহেতু সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার ঘোষণা এসেছে, তাই আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও প্রত্যাহার করছি।’
এই মুহূর্তেই আন্দোলনের সফল পরিণতি উদ্যাপন করে ‘জবি ঐক্য’ আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের ব্যানারে প্রায় পাঁচ হাজার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী কাকরাইল মোড়ে জড়ো হয়ে গণঅনশন কর্মসূচি পালন শুরু করেন। কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষক সমিতির মুখপাত্র অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
সংকট সমাধানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ইউজিসি একটি পরিবার হিসেবে একসাথে কাজ করছে। সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে এবং বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের প্রথম দাবির পরিপ্রেক্ষিতে বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন প্রকল্পও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।’
এই ঘোষণার মধ্য দিয়ে জবির শিক্ষার্থীদের টানা আন্দোলন এক ঐতিহাসিক অর্জনের দিকেই এগিয়ে গেল—যেখানে দাবি আদায় হয়েছে ঐক্যের মাধ্যমে, আর প্রতিচ্ছবি হয়ে থাকলো ছাত্রদের দৃঢ়তা ও সাহসিকতা।
এমএস
বিসিএস’এ বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ চার দফা দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ নামের একটি সংগঠন ।
৯ ঘণ্টা আগেডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯৮৮। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর প্রায় ৫৪ শতাংশই বরিশাল বিভাগের বাসিন্দা। দ্বিতীয় সর্বোচ্চ রোগী চট্টগ্রাম বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।
১০ ঘণ্টা আগেএকটি সংক্রমিত ইউএসবি ড্রাইভ বা ডিভাইস মুহূর্তের মধ্যেই আপনার কম্পিউটারকে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে ফেলে দিতে পারে।
১২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র্যাগিং বন্ধ, হয়রানি প্রতিরোধ এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
১৪ ঘণ্টা আগে