প্রতিনিধি, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে। রাজধানীর কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৭ একর জমিতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে একটি অস্থায়ী আবাসন হল। টিনশেড ধরনের এই ভবনে ব্যবহৃত হবে ব্রিকওয়ার্ক প্রযুক্তি। বর্তমানে জমির বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শনিবার আমার দেশ–কে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হতে সময় লাগবে, তাই তার আগেই সাত একর জমিতে অস্থায়ী হল নির্মাণের মাধ্যমে আবাসন সমস্যা সাময়িকভাবে সমাধানের পথে এগোচ্ছি।”
জানা গেছে, কেরানীগঞ্জের আল ইহসান নগরে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ৭ একর জমিতে এই অস্থায়ী হল নির্মিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও পরিকল্পনা দপ্তর ২৫ মে এই হলের ডিজাইন প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দিয়েছে। অনুমোদন পেলেই মূল নির্মাণকাজ শুরু হবে।
এই প্রকল্পে প্রায় ১ হাজার ৬৩০ জন শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “বালু ভরাটের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর অল্প সময়ের মধ্যেই বাকি অংশ শেষ হবে। ইউজিসি অনুমোদন দিলেই আমরা দ্রুত নির্মাণকাজ শুরু করব।”
এর আগে, গত ১৩ মে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম.এ ফয়েজের সঙ্গে জবির শিক্ষক–শিক্ষার্থী প্রতিনিধিদলের বৈঠকে কেরানীগঞ্জে দুইটি অস্থায়ী হল নির্মাণে সম্মতি জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দ্রুততার সঙ্গে সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিশ্লেষকদের মতে, স্থায়ী হল না থাকা এবং প্রধান ক্যাম্পাসের আশপাশে উচ্চ ভাড়ার বাসা ভাড়া নিতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে। রাজধানীর কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৭ একর জমিতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে একটি অস্থায়ী আবাসন হল। টিনশেড ধরনের এই ভবনে ব্যবহৃত হবে ব্রিকওয়ার্ক প্রযুক্তি। বর্তমানে জমির বালু ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শনিবার আমার দেশ–কে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি। সবচেয়ে বড় সংকট হচ্ছে আবাসন। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ হতে সময় লাগবে, তাই তার আগেই সাত একর জমিতে অস্থায়ী হল নির্মাণের মাধ্যমে আবাসন সমস্যা সাময়িকভাবে সমাধানের পথে এগোচ্ছি।”
জানা গেছে, কেরানীগঞ্জের আল ইহসান নগরে কেন্দ্রীয় কারাগারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের ৭ একর জমিতে এই অস্থায়ী হল নির্মিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও পরিকল্পনা দপ্তর ২৫ মে এই হলের ডিজাইন প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জমা দিয়েছে। অনুমোদন পেলেই মূল নির্মাণকাজ শুরু হবে।
এই প্রকল্পে প্রায় ১ হাজার ৬৩০ জন শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, “বালু ভরাটের প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আর অল্প সময়ের মধ্যেই বাকি অংশ শেষ হবে। ইউজিসি অনুমোদন দিলেই আমরা দ্রুত নির্মাণকাজ শুরু করব।”
এর আগে, গত ১৩ মে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম.এ ফয়েজের সঙ্গে জবির শিক্ষক–শিক্ষার্থী প্রতিনিধিদলের বৈঠকে কেরানীগঞ্জে দুইটি অস্থায়ী হল নির্মাণে সম্মতি জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দ্রুততার সঙ্গে সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিশ্লেষকদের মতে, স্থায়ী হল না থাকা এবং প্রধান ক্যাম্পাসের আশপাশে উচ্চ ভাড়ার বাসা ভাড়া নিতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা শিক্ষার্থীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
যন্ত্রকৌশল ও এপ্লাইড সায়েন্স বিষয়ক ৩ দিনব্যাপী ৩য় “International Conference on Mechanical Engineering and Applied Science (ICMEAS 2025)” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে সমাপ্ত হয়েছে।
১ ঘণ্টা আগেজ্ঞান-তাপস ডক্টর শহীদুল্লাহ্র জ্ঞানের সীমানা বহু বিস্তৃত ছিল। তিনি মানববিদ্যার নানা শাখায় বিচরণ করেন; যেমন সমাজ, ধর্ম, শিক্ষা, সাহিত্য, ভাষা, সংস্কৃতি, পুরাতত্ত্ব প্রভৃতি। কোনো কোনো বিষয়ে তার সাফল্য অসামান্য।
২ ঘণ্টা আগেএ বিষয়ে নিহত শিক্ষার্থীর বন্ধু ইনসানুল ইমাম একটি ফেসবুক লাইভে এসে বলেন, ‘সাজিদ আমার খুব কাছের বন্ধু। সে সাঁতার জানত, পানিতে ডুবে মারা যাবে এটা বিশ্বাস করি না। আমি তাকে বিকেল ৫টা ৫১ মিনিটে ফোন করি, ফোন রিসিভ হয় এবং ২৪ সেকেন্ড সংযোগ থাকে, কিন্তু কোনো আওয়াজ পাইনি। অথচ ওই সময় থেকেই পুকুরে তার লাশ ভেসে
১৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হলে ‘ছাত্রলীগের কালো অধ্যায়’ শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে হলে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপন।
১৯ ঘণ্টা আগে