আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাকসু নির্বাচন: ক্যাম্পাস এলাকায় ৩ দিনের বিশেষ নিষেধাজ্ঞা

রাজশাহী অফিস
রাকসু নির্বাচন: ক্যাম্পাস এলাকায় ৩ দিনের বিশেষ নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনদিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার। আরএমপি জানিয়েছে, ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চারপাশের ২০০ গজ এলাকায় কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইক ব্যবহার, আতশবাজি বা পটকা ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া অস্ত্র, লাঠি, ছোরা, বন্দুক, বিস্ফোরকসহ যে কোনো ক্ষতিকারক দ্রব্য বহন ও ব্যবহারও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাকর্মীরা এর বাইরে থাকবেন।

আরএমপি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে রাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন