আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবি সাংবাদিক সমিতির পান্তা-ইলিশ উৎসব

ঢাবি সংবাদদাতা
ঢাবি সাংবাদিক সমিতির পান্তা-ইলিশ উৎসব

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সহযোগিতায় খুব ভালোভাবে আমরা আনন্দ শোভাযাত্রার আয়োজন শেষ করতে পেরেছি। এতো বড় আয়োজন আমরা আগে কোন সময় করিনি। ডুজা শুরু থেকে এই আয়োজনে আমাদের সাথে ছিলো। এরকম সুন্দর একটা আয়োজনের জন্য ডুজাকে ধন্যবাদ জানাই।

ডুজার সাধারণ সম্পাদক মাহাদী হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তাদের পেশাদারীত্ব বজায় রেখে কাজ করে যাচ্ছে। আজকের এই ইলিশ ভোজ আমার শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে। ভবিষ্যতে আমরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন