বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদলের আহ্বায়ক আটক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫১

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় বিএনপি নেতা রশিদ চৌধুরীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে জানালার কাঁচ ভেঙে দেয়াল ছিদ্র হয়ে যায়। ঘটনার দিনই বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন রশিদ।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে সোহেলকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত