জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার নয়মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের খন্দকার ইসমাইলের ছেলে খন্দকার গোলাম সরোয়ার (৭০) পেশায় চাল ব্যবসায়ী। আজ ভোরে তিনি সরোজগঞ্জ বাজারে চাল ক্রয়ের জন্য পাখিভ্যানে আসছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও চাল ব্যবসায়ী সরোয়ারের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গার নয়মাইল বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাখিভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুম্মা গ্রামের খন্দকার ইসমাইলের ছেলে খন্দকার গোলাম সরোয়ার (৭০) পেশায় চাল ব্যবসায়ী। আজ ভোরে তিনি সরোজগঞ্জ বাজারে চাল ক্রয়ের জন্য পাখিভ্যানে আসছিলেন। পথিমধ্যে নয়মাইল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও চাল ব্যবসায়ী সরোয়ারের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।