সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, (শাহজাদপুর) সিরাজগঞ্জ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১২: ৪৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাদপুর পৌরসভার রামবাড়ী মহল্লায় বিপুল শেখ (৩৫) নামে এক ব্যবসায়ীকে প্রথমে হাতুড়ি ও হাঁসুয়া দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। পরে একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

শুক্রবার রাত ৮টার দিকে ১৫-১৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ির সামনে তাকে প্রথমে পিটিয়ে এবং পরে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিলে তার বড় ভাই নুরুজ্জামান ও স্ত্রী আমেনা খাতুন আহত হন। নিহত বিপুল ওই গ্রামের মাজেদ শেখের ছেলে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে । নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান জানান, ৩-৪ দিন আগে বিপুল তার বাড়ির সামনে রাস্তার ধারে বসার জন্য একটি মাচাল তৈরি করে। ওই মাচাল তৈরি নিয়ে প্রতিবেশী শহিদুল ও সাদ্দাম গংদের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা হয়।

গত শুক্রবার রাত ৮টার দিকে শহিদুল, সাদ্দাম, তরিকুল ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলের বাড়িতে হামলা চালায়। পরে তাকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে এসে হাতুড়ি ও হাঁসুয়া আঘাত করে। পরে একপর্যায়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বড় ভাই আরও অভিযোগ করেন, মাচাল তৈরির পর শহিদুল-সাদ্দাম গংরা বিপুলকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে শনিবার থানার ওসি আছলাম আলি জানান, মাচাল তৈরি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে তুচ্ছ বিষয় নিয়ে ব্যবসায়ী বিপুলকে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত