আ. লীগের দোসর ও অপরাধীদের গ্রেপ্তার দাবিতে বিএনপির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৯: ৩৮

রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার ও আওয়ামী লীগের দোসর, অপরাধী ও দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। শনিবার দুপুরে দলটির নেতা-কর্মীরা পুলিশ কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, শাহ্‌ মখ্‌দুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহমাখ্‌দুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমুখ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন পূর্ব সংস্কারের জন্য সকল রাষ্ট্রযন্ত্র নিয়োজিত করেছে। কিন্তু হতাশাজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে বিগত কয়েক মাসে রাজশাহী নগরীতে আইন-শৃঙ্খলার ব্যবস্থার চরম অবনতি হয়েছে।

নগরীতে যৌন হয়রানি বেড়েছে, বিভিন্ন মামলায় অভিযুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বেড়েছে চাঁদাবাজি, বিগত দিনের জুলাই-আগস্টেন ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী, মদদদাতা, পৃষ্ঠপোষক ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে। নগরীতে কিশোর গ্যাং এর দৌরাত্ম্য ও অস্ত্রের অবৈধ ব্যবহারও লক্ষণীয় পর্যায়ে চলে গেছে

রাজশাহী মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে কিছু দাবি তুলে ধরা হয় এতে। দাবিগুলো হলো পুলিশ বাহিনীকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, সকল মামলার আসামি, অভিযুক্ত অপরাধী, জুলাই আন্দোলনে মামলায় অভিযুক্ত, ছাত্র জনতার উপর হামলায় জড়িত ব্যক্তি, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী, নিষিদ্ধ সংগঠনের সক্রিয় নেতাকর্মী, দেশবিরোধী চক্রান্তে লিপ্ত আওয়ামী লীগের দোসর সহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে ও চাঁদাবাজি রোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কোন ব্যক্তি বা দলীয় ব্যানার ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষ, ব্যবসায়ীকে জিম্মি না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষার্থে রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও মাদকের আড্ডায় নিয়মিত অভিযান আরও বাড়াতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত