বগুড়া অফিস
বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের বুলু আকন্দের ছেলে।
কাহালু থানার ওসি আব্দুল হান্নান বলেন, যোগীরভবন গ্রামের তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ নেন আকন্দ। সকালে বৃষ্টির মধ্যে মাঠে বীজ তলায় ধানের চারা তুলছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার কাহালুতে বজ্রপাতে মোহাম্মদ আকন্দ নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের বুলু আকন্দের ছেলে।
কাহালু থানার ওসি আব্দুল হান্নান বলেন, যোগীরভবন গ্রামের তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ নেন আকন্দ। সকালে বৃষ্টির মধ্যে মাঠে বীজ তলায় ধানের চারা তুলছিলেন তিনি। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।