জেলা প্রতিনিধি, নাটোর
নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানার শিশু শ্রমিক ইয়াসিনের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মারকাজ মসজিদের পিছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো সে।
আরেক শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।
সকালে অন্য শ্রমিকরা কারখানায় কাজে এলেও ইয়াসিন না আসায় বাড়িতে গিয়ে বারান্দার ডাপের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
নাটোর শহরের আলাইপুর এলাকার একটি ফার্নিচার কারখানার শিশু শ্রমিক ইয়াসিনের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মারকাজ মসজিদের পিছনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। নাটোর শহরের সুপার ফার্নিচার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো সে।
আরেক শ্রমিক মোহাম্মদ অন্তর জানান, কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ রিসিভ করছিল না।
সকালে অন্য শ্রমিকরা কারখানায় কাজে এলেও ইয়াসিন না আসায় বাড়িতে গিয়ে বারান্দার ডাপের সাথে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।