নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৭: ৩৬

নারীর ঘরের কাজকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নাজমুন নাহার বলেন, পৃথিবীর অন্যান্য দেশে নারীরা ঘরের কাজে যে শ্রম দেয় তা জিডিপিতে হিসাবভুক্ত করা হয়। কারণ নারীরা যদি শ্রম না দিতো পুরুষরা বাইরে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারত না। যে কারণে নারীর ঘরের কাজ জিডিপিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন-আামাদের দেশেও নারীদের ঘরের কাজের অংশটুকু জিডিপি ভুক্ত করা হবে।

ওই নারী কর্মকর্তা আরও বলেন, আল্লাহতালা নারীদের যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মান কি আমরা সমাজে নিশ্চিত করতে পারছি? পারছি না। তাহলে কিন্তু আমরা ব্যর্থ।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা সুলতানা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত