পাবিপ্রবির বাসচাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকালে পৌরশহরের অনন্তবাজার পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫০ বছর বয়সী লক্ষণ কুমার দাস সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্যকান্ত দাসের ছেলে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল একটি বাস। অনন্তবাজার পাঁচ রাস্তার মোড়ে পৌঁছালে বাসটি এক বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লক্ষণ মারা যান। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে জানার জন্য পাবিপ্রবির ভিসি ড. আব্দুল আওয়াল ও পরিবহন প্রশাসক কামরুজ্জামানকে মোবাইলে কল দিয়ে পাওয়া যায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত