আর্থিক অনটনের কারণে

ঢাবিসহ ৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২: ১৪
আপডেট : ০৬ মে ২০২৫, ২২: ৪৮

নাটোরের লালপুরে অটো রিকশা চালকের সন্তান মেধাবী শিক্ষার্থী ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও পরিবারের আর্থিক অনটনের কারণে ভর্তি হতে পারছেন না।

জুবায়ের ইবনে আল মাহমুদ একজন মেধাবী শিক্ষার্থী। তিনি নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের দরিদ্র অটো রিকশা চালক কামরুজ্জামান ইমনের সন্তান।

নিঃসন্দেহে এই সাফল্যের গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক। একজন দরিদ্র অটোরিক্সা চালকের ছেলে হয়েও জুবায়ের ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ছয়টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তার অদম্য ইচ্ছাশক্তি ও মেধাকেই প্রমাণ করে।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়া অত্যন্ত দুঃখজনক। সমাজের হৃদয়বান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত, যাতে জুবায়ের তার শিক্ষাজীবন সুচারুভাবে চালিয়ে যেতে পারেন এবং তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হন। সেই সাথে দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারেন।

তার এই অর্জনে শুধু তার পরিবার নয়, পুরো লালপুরবাসী এবং দেশবাসী গর্বিত।

এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত তার আর্থিক সমস্যার সমাধান হবে এবং সে উচ্চ শিক্ষাঙ্গনে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

মেধাবী এই শিক্ষার্থী নাটোরের লালপুর উপজেলার শিবনগর গ্রামের দিনমজুর অটোরিকশা চালক কামরুজ্জামান ইমনের সন্তান। মা গৃহিণী, এক ভাই ও দু’বোন নিয়ে তাদের পাঁচ সদস্যের সংসার। ভিটে বাড়ির জমি ছাড়া আবাদি জমিজমা কিছুই নেই।

দিনমজুর অটোরিকশা চালক বাবার পক্ষে তাদের পড়ালেখার খরচ জোগাড় করতে পাড়ি জমিয়েছিলেন বিভাগীয় শহর রাজশাহীতে। সেখানে তিনি ভাড়ায় অটো রিকশা চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন । বর্তমানে তিনি বাড়িতে অসুস্থ অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। তার তিন ছেলে মেয়ে সকলে যথেষ্ট মেধাবী। অতি কষ্টে বড় সন্তানকে আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন। বাকিদের নিয়েও প্রত্যাশা অনেক।

আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় বাবা নিরুপায় তার কিছুই করার নেই। তাই অসহায় পিতা কামরুজ্জামান সমাজের হৃদয়বান বৃত্তশালী ব্যক্তিদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন।

এই মেধাবী শিক্ষার্থীর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত