চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিশেষ ব্যবস্থায় আদিবাসী শিক্ষার্থীদের পাঠদান সরকারের হাতে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪২

আদিবাসী শিক্ষার্থীদের পাঠদান সহজে বিশেষ ব্যবস্থা সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। তিনি বলেন, এই ভাষার বইয়ের উপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবো। যাতে করে শিশুরা দেখে দেখে শিখতে পারে। তবেই পাঠদান সহজ হবে। আদিবাসী শিক্ষক নিয়োগের কাঠামোগত সমস্যা আছে, এতে যোগ্য শিক্ষকেরও অভাব রয়েছে।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, উপযুক্ত শিক্ষার অভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে। ফলে প্রাথমিকের শিক্ষকদেরও পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। পরে উপদেষ্টা শিবগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত